সিলেট মিরর ডেস্ক
জুলাই ২১, ২০২০
০৭:১৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ২১, ২০২০
০৭:১৯ অপরাহ্ন
পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে এ সভা হবে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।
উল্লেখ্য, সৌদি আরব ঈদুল আজহার তারিখ নির্ধারণ করেছে আগামী ৩১ জুলাই।
আজকের সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম । বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিযিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১
বিএ-১৯