সুনামগঞ্জে দুর্ঘটনার সময় বাসে থাকা ৬ যাত্রীই নিরাপদে আছেন

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২১, ২০২০
০৭:১০ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০৭:৫৪ অপরাহ্ন



সুনামগঞ্জে দুর্ঘটনার সময় বাসে থাকা ৬ যাত্রীই নিরাপদে আছেন

সিলেট থেকে সুনামগঞ্জ যাোয়ার পথে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এ খাদে পড়ে যাওয়া বাসের উদ্ধার কাজ শেষ হয়েছে। যাত্রীদের সবাই নিরাপদ আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

জানা গেছে, আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে ১৭ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছাড়ে আন্তঃজেলা বাসটি। পথে সুনামগঞ্জের পাগলা এলাকায় ৫ জন এবং দিরাই সড়কের মুখে আরও ৬ জন যাত্রী নেমে যান। অবশিষ্ট ৬ যাত্রীকে নিয়ে বাসটি সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর পরই যাত্রীরা বেরিয়ে আসতে সক্ষম হন। এর মধ্যে তিনজনকে 

এসময় বাস দুর্ঘটনায় ২১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছেঁ প্রায় দুই ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালালেো বাসের ভেতর আটকা অবস্থায় কাউকে পাওয়া যায়নি। 

খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয়রা আমাদের জানিয়েছিলেন বাসে ১৫-২০ জন যাত্রী ছিল। তাদের দেওয়া তথ্য ভুল হতে পারে। আমাদের দুই ঘণ্টার তৎপরতায় বাসের ভিতরে কাউকে না পেয়ে বেলা দেড়টায় উদ্ধার অভিযান সমাপ্ত করি।

 

এএফ/০২

 

এ সংক্রান্ত পূর্বের নিউজ

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিখোঁজ ১