ফের বাড়ছে পানি, আশ্রয়ের খোঁজে জগন্নাথপুরের মানুষ

আলী আহমদ, জগন্নাথপুর


জুলাই ২১, ২০২০
০৮:১৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০৮:১৭ অপরাহ্ন



ফের বাড়ছে পানি, আশ্রয়ের খোঁজে জগন্নাথপুরের মানুষ

গত রবিবার মধ্যরাত থেকে গতকাল সোমবার (২০ জুলাই) দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুরের নদ-নদী ও হাওরগুলোতে পানি আবার বেড়েছে। ফলে তৃতীয় দফা বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

নলুয়া হাওরপাড়ের দাসনাগাঁও গ্রামের ইউপি সদস্য রনধীর কান্ত দাস নান্টু গতকাল দুপুরে জানান, টানা বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমবার ভোররাত থেকে পানি বেড়েছে। এর মধ্যে দুই দফা বন্যায় গৃহহীন হয়ে পড়া লোকজন বসতবাড়িতে না ফিরে তৃতীয় দফা বন্যার শঙ্কায় আবারও আশ্রয়ের খোঁজে ছুটছেন।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, 'বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার আগেই আবারও বন্যার শঙ্কায় শঙ্কিত হাওরাঞ্চলের মানুষ। এখনও গ্রামীন রাস্তাঘাট ও বাড়িঘরের চারপাশে আগের পানি রয়েছে। এর মধ্যে নতুন করে পানি বাড়ায় দুশ্চিন্তায় আছেন লোকজন।'

কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাসিম বলেন, 'গত তিন-চারদিনে লোকজনের বসতঘর থেকে বন্যার পানি কমলেও আমাদের ইউনিয়নে এখনও ৯০ ভাগ মানুষ পানিবন্দি। এর মধ্যে ভারী বর্ষণ ও ঢলে সোমবার পানি বেড়েছে। ফলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।'

জগন্নাথপুরের উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, আজ (গতকাল) কিছুটা পানি বেড়েছে। আমরা দুর্গতদের ত্রাণ সহায়তা দিচ্ছি।'

প্রসঙ্গত, গত ২৪ জুন জগন্নাথপুরে প্রথম দফায় বন্যা হয়। পরে গত ১১ জুলাই ২য় দফা বন্যায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, চিলাউড়া হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর, আশারকান্দি ইউনিয়ন ও জগন্নাথপুর পৌরসভার একাংশের প্রায় ৬০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বন্যায় তলিয়ে যায় অসংখ্য রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি। বন্যায় ভেসে গেছে অনেক ফিশারির মাছ। 

 

এএ/আরআর-০৬