নবীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২১, ২০২০
০৫:১৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ২১, ২০২০
০৫:১৯ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯ নম্বর বাউসা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, অবসরপ্রাপ্ত শিক্ষক, বাউসা গ্রামের কৃতিসন্তান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বশির আর নেই ।
মঙ্গলবার (২১জুলাই) ভোর ৫টায় সিলেটের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮ বছর। ১৯৭১ সালে পাকিস্থানী হানাদার বাহিনি যখন বাংলার মানুষের উপর অত্যাচার চালায় সেই সময় ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে আব্দুল বশির মাস্টার মুক্তিযোদ্ধে অংশগ্রহন করেন ।
পারিবারিক সূত্রে জানা যায়, দির্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভোগছিলেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার প্রদান করা হয় । পরে বিকেল ৪ ঘটিকার সময় জানাজার নামাজ শেষে জাতির শ্রেষ্ঠ এ সন্তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার সুমাইয়া মমিন ও নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নূর উদ্দিন (বীরপ্রতীক)।
মঙ্গলবার বিকাল ৪টায় তার গ্রামের বাড়ি বাউসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে জানাজার নামাজে সকল শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। মরহুমের স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য দেন, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দীন বীর প্রতীক, বাউসা গ্রামের বিশিষ্ট মুরুব্বী মো. কাওছার আহমেদ ও মরহুমের প্রথম সন্তান মোস্তাক আহমেদ।
জানাজায় ইমামতি করেন, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহনুর আহমেদ আজাদী।
জানাজায় অংশগ্রহণ করেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মো. আজমান আলী, মো. আনিছ আলী, বাউসা গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুল মতিন, শাহ্ মছদ্দর আলী, বাউসা জামে মসজিদের মোতাওয়াল্লী মো. তৈয়ব উল্লাহ, সাবেক মোতাওয়াল্লী মো. আব্দুল মোতালিব, স্থানীয় মেম্বার আল-হেলাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহসভাপতি মোর্শেদ আলী সবুজ, সাধারণ সম্পাদক ডা. নিজামুল ইসলাম চৌধুরী, বাউসা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি মনসুর চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যা সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এএম/বিএ-২৭