করোনায় মারা গেলেন লেজিসলেটিভ সচিব নরেন দাস

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২২, ২০২০
০৫:৩৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২০
০৫:৩৭ পূর্বাহ্ন



করোনায় মারা গেলেন লেজিসলেটিভ সচিব নরেন দাস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস মারা গেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয় বলে তার একান্ত সচিব তরফদার মাহমুদুর রহমান জানান।

তিনি বলেন, আত্মীয়-স্বজনরা হাসপাতালের পথে রয়েছেন। তারা আসার পর তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ৫ জুলাই রাতে নরেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত ৭ জুলাই নমুনা পরীক্ষা করা হলে নরেন দাসের সঙ্গে তার স্ত্রীরও করোনা ‘পজিটিভ’ আসে।

মাহমুদুর জানান, নরেন দাসের স্ত্রী এখন সুস্থ হয়ে উঠছেন, তার দ্বিতীয় পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।

২০১৯ সালের ৩ নভেম্বর থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের (ড্রাফটিং) দায়িত্বে ছিলেন।

বিএ-২৮