নবীগঞ্জে চিকিৎসক, পুলিশসহ ৭ জন আক্রান্ত

নবীগঞ্জ প্রতিনিধি


জুলাই ২১, ২০২০
০৭:২৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০৭:২৪ অপরাহ্ন



নবীগঞ্জে চিকিৎসক, পুলিশসহ ৭ জন আক্রান্ত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এতে উপজেলাবাসীর মধ্য আতংক বৃদ্ধি পাচ্ছে । মঙ্গলবার (২১ জুলাই) চিকিৎসক, পুলিশসহ আরও ৭ জন করোনাআক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। 

বর্তমান করোনার সংক্রমনের হার বৃদ্ধি পেলেও হাট বাজার গুলোতে সরেজমিন ঘুরে দেখা যায় মুখে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার, সামাজিক দুরত্বসহ সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলার কোন বালাই নেই সাধারন মানুষের মাঝে। এগুলো ব্যবহার ও মেনে চলার কথা বললে বিভিন্ন স্থানে আরও উল্টো ঝগড়া বিবাদের সৃষ্টি হচ্ছে।

সুত্র জানায়, মঙ্গলবার (২১ জুলাই) আসা উপজেলায় করোনার রিপোর্টে একদিনে একই পরিবারের ৪ সদস্যসহ দতুন ৭ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন, পৌর এলাকার গয়াহরি গ্রামে করোনায় আক্রান্ত হয়ে নিহত জগদীশ চন্দ্র দাশের বাড়ীর ৪ জন পুরুষ, হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ১ জন, পুলিশের এস আই ১ জন এবং হাসপাতালের কুকার মহিলাসহ ৭ জন। 

উপজেলা থেকে গত ১৭ ও ১৮ জুলাই নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্যে মঙ্গলবার নতুন করে ৭ জনের করোনা পজিটিভ রিপোর্টে আসে। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৭৩ জন। এ পর্যন্ত নবীগঞ্জ থেকে নমুনা প্রেরণ করা হয়েছে ১০৩৯ জনের এর মধ্যে রিপোর্ট এসেছে ৭৪২ জনের।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। 

তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মহামারি আকার ধারন করেছে। প্রয়োজনে বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহার করাসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি আহবান জানান।

এএম/বিএ-০৪