অ্যাস্টন ভিলায় ধরাশায়ী উড়ন্ত আর্সেনাল

খেলা ডেস্ক


জুলাই ২২, ২০২০
১২:১৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২০
১২:১৫ অপরাহ্ন



অ্যাস্টন ভিলায় ধরাশায়ী উড়ন্ত আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ওঠা আর্সেনাল ধরাশায়ী হয়েছে অবনমন শঙ্কায় থাকা দল অ্যাস্টন ভিলার কাছে। গত রাতে মিকেল আর্তেতার উড়ন্ত শিষ্যদের মাটিতে নামালো অ্যাস্টন ভিলা।          গত সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে ৩ গোলে জেতা আর্সেনাল হেরেছে ১ গোলের ব্যবধানে। আগের ছয়বারের হারের দুঃসহ স্মৃতিকে দূরে ঠেলে মঙ্গলবার আর্সেনালের মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা। ম্যাচের ২৭ মিনিটে ত্রেজেগের ডান পায়ের জোরালো ভলিতে অ্যাস্টন ভিলা ১-০ গোলে এগিয়ে যায়। 

দ্বিতীয়ার্ধে নেমে আর্সেনাল সমতায় ফিরতে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু অ্যাস্টনের রক্ষণের বাধা অতিক্রম করতে পারেনি। ৫৪ মিনিটে ছোট ডি-বক্স থেকে গোল করতে ব্যর্থ হন লিগে ২০ গোল করা পিয়েরে-এমেরিক অবামেয়াং। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেঢেয়ও কাজে লাগাতে পারেননি বদলি হিসাবে নামা অ্যাস্টন ভিলার কেইনান ডেভিস। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পায় অ্যাস্টন ভিলা। এই হারে ৩৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আর্সেনাল। নবম জয়ে অ্যাস্টন ভিলা ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১৭তম স্থানে।

এএন/০২