খেলা ডেস্ক
জুলাই ২২, ২০২০
০৬:১৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ২২, ২০২০
০৬:১৯ অপরাহ্ন
ইংরিশ প্রিমিয়িাল লিগে মঙ্গলবার রাতে ওয়াটফোর্ডকে ৪-০ গোলে হারিয়েছে লিগ শিরোপা হারানো ম্যানচেস্টার সিটি। ম্যাচে জোড়া গোল করে লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে গেলেন স্টার্লিং। এই নিয়ে লিগে তাঁর মোট গোল ৮৫। রোনালদোও ইংলিশ লিগে ৮৪ গোল করেই পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে।
স্ট্রাইকার নন, এমন খেলোয়াড়দের মধ্যে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় স্টার্লিং এখন চেলসির সাবেক উইঙ্গার অ্যাডেন হ্যাজার্ডের পাশে। হ্যাজার্ড গত বছরে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। স্টার্লিং-হ্যাজার্ডের সামনে রয়েছেন সাউদাম্পটনের ম্যাট লে টিসিয়ের, ম্যানচেস্টার ইউনাইটেডের পল স্কোলস ও রায়ান গিগস, লিভারপুলের স্টিভেন জেরার্ড ও চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
এএন/০৪