ছাতক প্রতিনিধি
জুলাই ২২, ২০২০
১১:২২ অপরাহ্ন
আপডেট : জুলাই ২২, ২০২০
১১:২২ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জেরে শিপা বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের কটালপুর গ্রামের মাইনুল ইসলামের স্ত্রী।
আজ বুধবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ২টার দিকে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের ভেতরে একটি বাঁশের সঙ্গে ওড়না লাগিয়ে তা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন শিপা বেগম।
ছাতক থানার পরিদর্শক (তদন্ত) মো. মইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এমএ/আরআর-০২