শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ২২, ২০২০
১২:২১ অপরাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২০
১২:২১ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, বুধবার সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পাঞ্চল খ্যাত অলিপুরে শায়েস্তাগঞ্জ থানার এসআই এম জসিম উদ্দিন ও এসআই মুখলিছুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় একদল পুলিশ। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. হিরু মিয়াকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হিরু মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হিরু কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে ৭টি মামলা রয়েছে। তাকে আজ (বুধবার) কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

 

এসডি/আরআর-০৬