সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৩, ২০২০
০২:০০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২০
০২:০০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক, আরটিভি'র স্টাফ রিপোর্টার ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী (৪৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বুধবার (২২ জুলাই) সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।
বুধবার বাদ আসর সুনামগঞ্জের আরপিননগর ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে আরপিননগর গোরস্তানে তাকে দাফন করা হয়েছে।
আবেদ মাহমুদের অকাল প্রয়াণে শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আবেদ মাহমুদ জাতীয় দৈনিক আজকের কাগজের জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ওই পত্রিকা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্বপালন করেন। পরে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি'র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। কয়েকবছর আগে ওই টিভি কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি দেয়। তিনি স্থানীয়ভাবে দৈনিক আজকের সুনামগঞ্জ নামের একটি দৈনিক সম্পাদনা করতেন।
এসএস/আরআর-০৯