জুভেন্টাস আজ জিতলেই চ্যাম্পিয়ন!

ক্রীড়া প্রতিবেদক


জুলাই ২৩, ২০২০
১২:৫৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২০
১২:৫৮ অপরাহ্ন



জুভেন্টাস আজ জিতলেই চ্যাম্পিয়ন!
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা লড়াই শেষের পথে

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা লড়াই শেষের পথেইউরোপিয়ান ক্লাব ফুটবলের চলতি মৌসুম শেষের পথে। ইতিমধ্যে ইতালি ছাড়া বাকি চারটি শীর্ষ লিগের শিরোপা নিশ্চিত হয়ে গেছে। এর মধ্যে ফ্রান্সের লিগ ওয়ান করোনায় বাতিল করা হয়। চ্যাম্পিয়ন হয় পিএসজি। করোনা পরবর্তী মাঠে খেলায় জার্মান বুন্দেলিগায় বায়ার্ন মিউনিখ, ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও লা লিগায় রিয়াল মাদ্রিদ শিরোপা নিশ্চিত করেছে। এর মধ্যে দীর্ঘ ৩০ বছর পর লিগ শিরোপা জিতে লিভারপুল। অন্যদিকে, লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে দুই মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। লিগে সবচেয়ে সফল দলটির এটি ৩৪তম শিরোপা।

একমাত্র ইতালিয়ান সিরি আ'র এখন চারটি করে ম্যাচ বাকি রয়েছে। ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস আজ রাতে খেলবে উদিনেসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। এক ম্যাচ বেশি খেলা আটালান্টা ৭৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আজ জিতলে জুভেন্টাস টানা নবম শিরোপা জয় অনেকটা নিশ্চিত হয়ে যাবে। তখন পরবর্তী তিন ম্যাচে ১ পয়েন্ট পেলে বা আটালান্টা পয়েন্ট হারালেই জুভেন্টাসের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে।

এএন/০৩