ইউনাইটেডকে রুখে দিয়েছে ওয়েস্ট হ্যাম

খেলা ডেস্ক


জুলাই ২৩, ২০২০
০১:২১ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২০
০১:২১ অপরাহ্ন



ইউনাইটেডকে রুখে দিয়েছে ওয়েস্ট হ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-১ গোলে রুখে দিয়েছে অবনমনের শঙ্কায় থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এই জয় দলটির আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত করেছে। দুই দলের লড়াই বুধবার ১-১ সমতায় শেষ হয়। এই ড্রয়ের পরও ৬৩ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার তিন নম্বরে উঠেছে ইউনাইটেড। ৬২ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা লেস্টার সিটির বিপক্ষে আসরে নিজেদের সবশেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন্স লিগে ফিরবে দলটি। লিগের প্রথম পর্বে গত সেপ্টেম্বরে ওয়েস্ট হ্যামের মাঠে ২-০ গোলে হেরেছিল প্রতিযোগিতার সফলতম দলটি।

এফএ কাপে চেলসির বিপক্ষে হারা ম্যাচ থেকে চারটি পরিবর্তন নিয়ে খেলতে নামা ইউনাইটেড প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিকে ওয়েস্ট হ্যামকে এগিয়ে নেন মিশেল আন্টোনিও। ম্যাচের ৫১ মিনিটে স্বাগতিকদের ম্যাচে ফেরান ম্যাসন গ্রিনউড। ডি-বক্সের ভেতর মার্সিয়ালের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তরুণ এই ইংলিশ ফরোয়ার্ড। বাকি সময়ে দুই দলই একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কেউ।

এএন/০৪