জগন্নাথপুরে বসেছে 'অবৈধ' পশুর হাট

জগন্নাথপুর প্রতিনিধি


জুলাই ২৩, ২০২০
০৮:৪৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২০
০৮:৪৪ অপরাহ্ন



জগন্নাথপুরে বসেছে 'অবৈধ' পশুর হাট

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লামাটুকের বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে আজ বৃহস্পতিবার (২৩ জুন) কোরবানির পশুর হাট বসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, লামাটুকের বাজারের কোরবানি পশুর হাটে বসানোর কোনো অনুমোদন সরকারিভাবে দেওয়া হয়নি। তবু অবৈধভাবে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লামাটুকের বাজারের পার্শ্ববর্তী ছাতকের ইজারাদার কাওসার মিয়া আজ সকালে লামাটুকের বাজারে কোরবানির হাট বসান। ফলে হাটের ক্রেতা-বিক্রেতাদের নিকট থেকে বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কাওসার মিয়ার বিরুদ্ধে।

এ বিষয়ে লামাটুকের বাজারের সেক্রেটারি আঙ্গুর মিয়া বলেন, 'দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে লামা টুকের বাজারে অস্থায়ী কোরবানির হাট বসছে। এই হাটের অর্থ স্থানীয় মসজিদের উন্নয়ন ফান্ডে দেওয়া হয়। সরকারি অনুমতি না থাকায় কোরবানির হাট সরিয়ে নেওয়ার জন্য আমরা আহ্বান জানানোর পর হাট ভেঙে গেছে।'

এ ব্যাপারে জানতে হাট বসানো কাওসার মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর চেষ্টা করলে আমরা হাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে হাটটি পণ্ড হয়ে যায়।'

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফত বলেন, 'লামাটুকের বাজারে কোরবানির হাট বসানোর কোনো অনুমতি নেই। বিষয়টি পুলিশকে জানানোর পর তাঁরা হাটটি সরিয়ে দিয়েছে।'

 

এএ/আরআর-০৭