অবকাশ যাপনে নির্দেশনা মানছেন না মেসি, সুয়ারেজরা

খেলা ডেস্ক


জুলাই ২৩, ২০২০
০৯:০৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২০
০৯:০৩ অপরাহ্ন



অবকাশ যাপনে নির্দেশনা মানছেন না মেসি, সুয়ারেজরা

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের খেলা শেষ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারিয়েছে মেসি-সুয়ারেজের বার্সেলোনা। এখন অপেক্ষা উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল'র লড়াইয়ে ন্যাপোলির বিপক্ষ ম্যাচের। ২৯ জুলাই পুনরায় অনুশীলনে ফেরার আগে কিছুটা সময় অবসাদে কাটানোর সুযোগ পাচ্ছেন বার্সেলোনার খেলোয়াড়রা। স্পেনের বসবসরত সকলের জন্য দেশটির সরকারের দেওয়া আছে বেশ কিছু নির্দেশনা। তবে সরকারের এসব বিধি নিষেধের তোয়াক্কা করছেন না বার্সেলোনার তারকা খেলোয়াড়রা। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং জেরার্ড পিকের মতো তারকা খেলোয়াড়রা স্প্যানিশ সরকারের নির্দেশনা অমান্য করেই বেরিয়ে পড়েছেন ছুটি কাটাতে।

এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। বার্সেলোনার স্থানীয় সরকারের নির্দেশনা ছিল সেখানে বসবাসকারী কেউই এখন শহর ছাড়তে পারবে না। কিন্তু বুধবার বিকেলে বার্সেলোনার খেলোয়াড়রা সেই নির্দেশনা অমান্য করেই পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েছেন অবকাশ যাপনে। যদিও এটি কেবল সরকারের নির্দেশনা যে শহর ছাড়া যাবে না, এটি কোনো নিষেধাজ্ঞা নয়। তাই সরকারের নির্দেশনা অমান্য করলেও কোনো শাস্তির সম্মুখীন হতে হচ্ছে না তারকা এই খেলোয়াড়দের। মেসি-সুয়ারেজের সঙ্গে সঙ্গে জেরার্ড পিকে এবং মার্ক আন্দ্রে টার স্টেগানও তার পরিবার নিয়ে বেরিয়েছেন ছুটি কাটাতে।

এএন/০৭