লিভারপুলের উৎসবে বিষাদ, গ্রেপ্তার ৯, আহত ৩৪

খেলা ডেস্ক


জুলাই ২৪, ২০২০
০৫:৩৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৪, ২০২০
০৫:৩৪ পূর্বাহ্ন



লিভারপুলের উৎসবে বিষাদ, গ্রেপ্তার ৯, আহত ৩৪

দীর্ঘ ৩০ বছর পর প্রিমিয়িার লিগ শিরোপা জিতে বাধভাঙা উচ্ছ্বাসে মেতেছে লিভারপুলের সমর্থকরা। সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায় শিরোপা উৎসব করায় পুলিশ নয় সমর্থককে গ্রেপ্তার করেছে।

অ্যানফিল্ডে বুধবার চেলসির বিপক্ষে ম্যাচ শেষে লিভারপুলের হাতে তুলে দেওয়া হয় প্রিমিয়ার লিগের ট্রফি। ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়ামের আশেপাশে জড়ো হয়ে উৎসব শুরু করে লিভারপুল সমর্থকরা। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে জড়ো হয় ক্লাবটির হাজার হাজার সমর্থক। তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ।

এদের মধ্য থেকে মাতাল হয়ে গাড়ি চালানো, হামলা ও মারামারির অভিযোগে নয় জনকে আটক করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন ৩৪ জন, তিন জন মারাত্মকভাবে। করোনাভাইরাসের বিস্তার এড়াতে আগেই সমর্থকদের ঘরে থাকার অনুরোধ করেছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, অধিনায়ক জর্ডান হেন্ডারসন। 

এএন/০৩