সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৪, ২০২০
০৬:২০ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৪, ২০২০
০৬:২০ অপরাহ্ন
রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (৪৫) ও ওমর ফারুক (৩৫)। তারা মাদক কারবারি বলে র্যাবের ভাষ্য। খলিলের বাড়ি নরসিংদী আর ফারুকের বাড়ি ভোলার চরফ্যাশনে।
র্যাব-১ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিয়াবাড়িতে র্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। একটি মোটর সাইকেলকে থামার সঙ্কেত দিলে আরোহীরা না থেমে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৩ হাজার ৯০টি ইয়াবা, ১০ হাজার টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
মো. কামরুজ্জামান বলেন, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় খলিলের বিরুদ্ধে ১৫টি এবং ওমর ফারুকের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে।
বিএ-১৪