নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২০
০৫:২৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৪, ২০২০
০৫:২৮ অপরাহ্ন
হবিগঞ্জে আজ শুক্রবার (২৪ জুলাই) আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আজ জেলায় আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে।'
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ১০ জন, নবীগঞ্জের ৪ জন এবং বাহুবল উপজেলায় ৪ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১৩ জনে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন এবং সুস্থ হয়েছেন ৫৪০ জন।
এনএইচ/এনপি-০৩