নেইমারের গোলে ফরাসি কাপ চ্যাম্পিয়ন পিএসজি

খেলা ডেস্ক


জুলাই ২৫, ২০২০
০৬:৪০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
০৬:৪৩ পূর্বাহ্ন



নেইমারের গোলে ফরাসি কাপ চ্যাম্পিয়ন পিএসজি

ব্রাজিলিয়ান তারকা নেইমারের একমাত্র গোলে সাঁত এতিয়েনকে হারিয়ে ফরাসি কাপে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। প্যারিসের স্টাডে ডি ফ্রান্সে গত রাতের ফাইনালে দুই তৃতীয়াংশ সময় ১০ জন নিয়ে খেলে এতিয়েন। 

ফরাসি কাপের সফলতম দলটির ১৩তম শিরোপা এটি। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর গত আসরের ফাইনালে রেনের বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল তারা। ফাইনালের আগে তিন প্রস্তুতি ম্যাচে চার গোল করা নেইমার ১৪ মিনিটে এগিয়ে নেন দলকে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়া কিলিয়ান এমবাপের জোরালো শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। বল পেয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জালে পাঠাতে কোন ভুল করেননি তিনি।

২৭ মিনিটে লোয়িচ পেরিন এমবাপেকে ফাউল করার পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বেঞ্চ থেকে উঠে আসা মার্কো ভেরাত্তিসহ হলুদ কার্ড দেখেন পিএসজির তিন জন, এতিয়েনের একজন। পরে ভিএআরের সাহায্যে পেরিনকে লাল কার্ড দেখান রেফারি। চোখের জলে মাঠ ছাড়েন এমবাপে। ম্যাচের শেষ দিকে দুই ক্রাচে ভর দিয়ে ডাগআউটে আসেন তরুণ এই ফরোয়ার্ড।

৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি আনহেল ডি মারিয়া। বাকি সময়ে আরও বেশ কিছু সুযোগ পেয়েছিল পিএসজি। তবে সুযোগ নষ্টের পাশাপাশি প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি তারা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত এপ্রিলে লিগ ওয়ানের এবারের মৌসুম বাতিল করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পিএসজিকে। আগামী ৩১ জুলাই ফরাসি লিগ কাপের ফাইনালে লিওঁর বিপক্ষে খেলবে টুখেলের দল। এরপর আগামী ১২ অগাস্ট খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। লিসবনে শেষ আটের ম্যাচে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব আটালান্টা।

ফরাসি কাপ জিতলেও টমাস টুখেলের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এমবাপের ইঞ্জুরি। চ্যাম্পিয়ন লিগের শেষ আটের লড়াইয়ে খেলা নির্ভর করছে তার সুস্থতার উপর।

এএন/০১