শায়েস্তাগঞ্জে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৫, ২০২০
০৭:১৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
০৭:১৮ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

শায়েস্তাগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা জায়গায় বৃক্ষরোপণ করেছে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জ টিম। জানা যায়, একইদিনে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে বৃক্ষরোপণ করেছে সংগঠনটি। 

এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল হক, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোয়েব, হবিগঞ্জ টিমের কো অর্ডিনেটর নাছির হোসেন তানভীরসহ সংগঠনের নেতৃবৃন্দ।

হবিগঞ্জের দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিমটি ইতোমধ্যে বেশ কিছু সামাজিক কার্যক্রম দিয়ে প্রশংসা কুড়িয়েছে।

এসএইচআরডি/বিএ-০৩