বানিয়াচং সংবাদদাতা
জুলাই ২৫, ২০২০
০৭:৪৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২০
০৮:২৫ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বন্যা কবলিত রাস্তায় জনগনও পরিবহনকে সতর্ক এবং জনসচেতনার জন্য লাল নিশান টানিয়েছে বানিয়াচং ছাত্রলীগ। হবিগঞ্জ জেলা থেকে বানিয়াচং ও আজমেরীগঞ্জের কালার ডোবা অংশের রাস্তা বন্যার পানিতে প্লাবিত হওয়ায় হবিগঞ্জের সঙ্গে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন একমাত্র বিকল্প রাস্তা হিসাবে নবিগঞ্জ বানিয়াচং ভায়া কাগাপাশা রাস্তাটি যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠে।
এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হলে বানিয়াচং নবিগঞ্জের ভায়া কাগাপাশা বাজারের নদীর পাড়ের রাস্তার অংশটি বন্যার পানিতে তলিয়ে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেই ঝুঁকিপূর্ণ রাস্তায় জনগনও পরিবহনকে সতর্ক করতে এবং পরিবহনকে দুর্ঘটনার কবল থেকে রক্ষার্থে বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে ডুবন্ত রাস্তার নদীর পাড়ের অংশে লাল নিশান টাঙ্গিয়ে চিহ্নিত করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুলাহ মিয়া তালুকদার ও ইউ/পি ছাত্রলীগ সদস্য মো. ইমনসহ আরো অনেকে।
এসময় ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, জনগনও পরিবহনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য সতর্ক সংকেত হিসাবে ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে সামান্য প্রয়াস মাত্র এবং ভবিষ্যৎ ছাত্রলীগের পক্ষ থেকে এরকম সেবামূলক কাজ অব্যাহত থাকবে।
এসডি/বিএ-০৫