নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যাবসায়ীকে অর্থদন্ড

নবীগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৫, ২০২০
০৮:৫০ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
০৮:৫০ অপরাহ্ন



নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যাবসায়ীকে অর্থদন্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ১ কেজি (৪০০ মিটার) ও মাধবপুর এলাকার বড় দলিয়া বিল থেকে প্রায় ৬ হাজার মিটার পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় ইনাতগঞ্জ বাজারের ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

শনিবার (২৫ জুলাই) উপজেলার ইনাতগঞ্জ বাজার ও মাধবপুর এলাকার বড় দলিয়া বিলে  সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জাল জব্দ ও অর্থদন্ড দেওয়া হয়।  পরে জব্দকৃত সকল জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া মমিন বিষয়টি নিশ্চিত করে সবাইকে এ ধরনের অবৈধ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

এএম/বিএ-০৭