লুকাকুর জোড়া গোলে জিতেছে ইন্টার মিলান

খেলা ডেস্ক


জুলাই ২৬, ২০২০
০২:২৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২০
০২:২৪ অপরাহ্ন



লুকাকুর জোড়া গোলে জিতেছে ইন্টার মিলান

রোমেলু লুকাকুর জোড়া গোলে ৩-০ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান। শনিবার রাতে জেনোয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে অন্য গোলটি অ্যালেক্সিস সানচেজের। ৩৪ মিনিটে ক্রিস্টিয়ানো বিরাজ্জির ক্রস থেকে গোল করেন বেলজিয়ান তারকা। যোগ করা সময়ে করেছেন আরও এক গোল। ইতালির শীর্ষস্থানীয় লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে ১৫ গোল করলেন লুকাকু। গত ৭০ বছরের মধ্যে লুকাকু-ই ইন্টারের প্রথম খেলোয়াড় যিনি লিগে প্রতিপক্ষের মাঠে এত গোল করলেন। এর আ্গে ১৯৫০ সালে ইন্টারের হয়ে প্রতিপক্ষের মাঠে স্টেফানো নায়ার্সের গড়া গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন লুকাকু।

করোনা পরবর্তী ইতালিয়ান সিরি ‘আ’ মাঠে ফেরার পর দারুণ ফর্মে আছেন লুকাকু। এই সময়ে ৯ ম্যাচে ৬ গোল করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে তাঁর গোলসংখ্যা ২৯। এর মধ্যে সিরি ‘আ’ তে করেছেন ২৩ গোল। লিগে টানা ৬ ম্যাচ অপরাজিত থাকা ইন্টারের হাতে আছে আর ২ ম্যাচ। ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা। শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট। আজ সাম্পদোরিয়াকে হারালেই লিগ জয় নিশ্চিত হবে জুভদের। যদিও শেষ পাঁচ ম্যাচের মধ্যে জুভেন্টাসের জয় মাত্র একটি।

ইন্টার এখন লিগ শিরোপায় না তাকিয়ে চোখ তাদের ইউরোপা লিগের দিকে। ইউরোপা লিগে ফেরার আগে ন্যাপোলি ও আটালান্টার মুখোমুখি হবে ইন্টার মিলান।

এএন/০১