সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৬, ২০২০
০৮:০০ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২০
০৮:০০ অপরাহ্ন
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি হরিণধরা এলাকায় লবণ বোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ১০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানায়, বেলা ১২টার দিকে মহাসড়কের হরিণধরা পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের সামনে কুমিল্লা ক্যান্টনম্যান্টগামী একটি যাত্রীবাহী লেগুনার সাথে সিলেটগামী লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান।
পরে কুমিল্লা ময়নামতি ক্লিনিকে এক নারীর মৃত্যু হয়ে। সংঘর্ষে আরো ১০ জন আহত হয়েছেন।
ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
বিএ-১৯