খেলা ডেস্ক
জুলাই ২৬, ২০২০
০৯:২৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন
উইম্বলডন টেনিসের জন্য তালিকায় থাকা ৬০২ খেলোয়াড়ের মধ্যে সব প্রাইজমানি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।করোনাভাইরাসের এই সংকটকালীন পরিস্থিতির কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা। সূচি অনুযায়ী উইম্বলডন হওয়ার কথা ছিল ২৯ জুন থেকে ১২ জুলাই। কিন্তু করোনা মহামারীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল করা হয়েছে এই টুর্নামেন্ট।
ফলে অনেক খেলোয়াড়ই ছিলেন যারা এই টুর্নামেন্টের ওপর ভরসা করে জীবিকা নির্বাহের একটা পথ খুঁজছিলেন। তাদের নিরাশ না করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। প্রাইজমানিটি কীভাবে বণ্টন হবে তার একটা ধারণাও দিয়েছে কর্তৃপক্ষ। বাছাইয়ের এককে অংশ নিতে যাওয়া ২২৪ জন খেলোয়াড় পাবেন ১২ হাজার ৫০০ পাউন্ড করে। মূল ড্রয়ের ২৫৬ জন ২৫ হাজার পাউন্ড করে পাবেন।
এএন/০৩