হোম আইসোলশনে থেকে শায়েস্তাগঞ্জ ইউএনও’র করোনা জয়

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৬, ২০২০
১০:০৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২০
১০:৫১ অপরাহ্ন



হোম আইসোলশনে থেকে শায়েস্তাগঞ্জ ইউএনও’র করোনা জয়

হোম আইসোলেশনে থেকে করোনাকে জয় করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। গত শুক্রবার রাতে ইউএনও সুমী আক্তারের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে ।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা: মুখলিছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দীর্ঘ ১৪ দিন হোম আইসোলেশনে স্বাস্থ্যবিধি মেনে চলেছেন। পরে আবার করোনা শনাক্ত পরীক্ষা করিয়েছেন। এবার রিপোর্টে উনার টেষ্ট নেগেটিভ এসেছে। দ্বিতীয়বারের পরীক্ষাতেই তিনি করোনামুক্ত হন। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারকে মুঠোফোনে কল করে সাড়া না পাওয়ায় উনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসডি/আরসি-০৩