২২ কোটি টাকার দু'টি টুর্নামেন্টে সিদ্দিকুরের খেলা অনিশ্চিত

খেলা ডেস্ক


জুলাই ২৬, ২০২০
০৬:১৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২০
০৬:১৮ অপরাহ্ন



২২ কোটি টাকার দু'টি টুর্নামেন্টে সিদ্দিকুরের খেলা অনিশ্চিত

করোনাভাইরাসের কারণে ২২ কোটি টাকার দু'টি টুর্নামেন্টে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের খেলা অনিশ্চিত। আগামী ১০-১৩ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় ও ২৩-২৭ সেপ্টেম্বর জাপানে হওয়ার কথা রয়েছে দুটি টুর্নামেন্ট। কোরিয়ার টুর্নামেন্টের প্রাইজমানি ১১ লাখ ৮১ হাজার ডলার (প্রায় ১০ কোটি টাকা) এবং জাপানের প্রতিযোগিতার প্রাইজমানি ১৩ লাখ ৮৯ হাজার ডলার (প্রায় ১২ কোটি টাকা)। 

অপ্রত্যাশিত বিরতিটা কাজে লাগানোর চেষ্টা করছেন সিদ্দিকুর। টেকনিকসহ নানা বিষয়ে কাজ করার যথেষ্ট সময় পাচ্ছেন তিনি। সিদ্দিকের কথা, ‘চার মাসের মতো ঘরে বন্দি আছি। কোর্সে যেতে পারি না বলে একটু খারাপ লাগছে। তবে সবকিছু মিলিয়ে করোনার লকডাউন আমি ভালোভাবে কাজে লাগিয়েছি। বাসার মধ্যে ট্রেনিং করছি। টেকনিকে আমার যে দুর্বলতা ছিল সেগুলো কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট সময় পেয়েছি। সুইংয়ের অনুশীলন করছি। নিজের খেলা আগের ম্যাচগুলো দেখছি। কোথায় সমস্যা ছিল, কেন পারিনি এসব নিয়ে কাজ করেছি। ফিটনেস লেভেলটা আরও ভালো করেছি।’

মার্চে করোনার কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এ বছর চারটি টুর্নামেন্ট খেলেছিল দেশসেরা এ গলফার। কিন্তু বৈশ্বিক মহামারী শুরুর পর একে একে বাতিল হয়েছে অনেক টুর্নামেন্ট। সিদ্দিকুর আশায় ছিলেন সেপ্টেম্বরে তাইওয়ান মাস্টার্সে খেলবেন। কিন্তু এই টুর্নামেন্টও বাতিল হয়ে গেছে। ‘করোনায় অনেক টুর্নামেন্ট বাতিল হলেও তাইওয়ান মাস্টার্স নিয়ে আশায় ছিলাম। কিন্তু এখন এই টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওয়ায় আমি হতাশ,’ বলেন সিদ্দিক। তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতিসহ আমার সেখানে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা না করলে টুর্নামেন্ট দুটিতে খেলা সম্ভব হবে না। কারণ করোনাভাইরাসের কারণে দেশ দুটিতে বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে।’

এএন/০৪