রাঙ্গাকে সরিয়ে জাপার মহাসচিব বাবলু

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৬, ২০২০
১০:৫০ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২০
১০:৫০ অপরাহ্ন



রাঙ্গাকে সরিয়ে জাপার মহাসচিব বাবলু

মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ রবিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাঙ্গাকে সরিয়ে বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ আজ ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এদিকে জাপায় যেকোনো পরিবর্তন অবশ্যম্ভাবী, এমন মন্তব্য করে দলীয় চেয়ারম্যানের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন মশিউর রহমান। গত বছরের  ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির নবম কাউন্সিলে মশিউর রহমান রাঙ্গা মহাসচিব হিসেবে নির্বাচিত হন। কাউন্সিলের বছর না পেরোতেই মশিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

 

আরসি-০৪