জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ২৭, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আমজাদ আলী শফিক মিয়ার ব্যক্তিগত উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে ঈদকে সামনে রেখে আর্থিক সহায়তা করা প্রদান করা হয়েছে।
আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে প্রবাসীর পক্ষে জগন্নাথপুর বাজার ব্যবস্থা কমিটির যুগ্ম-সম্পাদক লিটন মিয়া ও গীতিকার আলাই মিয়া জগন্নাথপুর পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বন্যায় পানিবন্দি অসহায় দুই শতাধিক পরিবারের নিকট নগদ অর্থ পৌঁছে দেন। আগামীকাল ৪ নম্বর ওয়ার্ডের একশ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রথমদিকে খেটে খাওয়া অসহায় গৃহবন্দি পরিবারের লোকজনের মাঝে প্রবাসী আমজাদ আলী শফিক মিয়ার পক্ষে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছিল।
এএ/আরআর-০৪