নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২০
০৩:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২০
০৪:৩৫ পূর্বাহ্ন
সিলেটরে এক চিকিৎসা কর্মকর্তাসহ সিলেট, সুনামগঞ্জে, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আজ রবিবার (২৬ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৪ জন, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন। শনাক্তদের মধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওসমানীর ল্যাবে আজ ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট জেলায় শনাক্তদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ২০ জন, গোলাপগঞ্জের ২ জন, ওসমানীনগর ও দক্ষিণ সুরমার একজন করে।
শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য ও পরিকল্পনা শাখার ৩ জন, কাস্টমস ও ভ্যাট অফিসের ৫ জন, পুলিশের এক সদস্য, ২ চিকিৎসক রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৯৮২ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৯৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১১৬ জন ও মৌলভীবাজারের ৯১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ছিলেন। রাতে শনাক্তদে নিয়ে এ সংখ্যা এখন সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ০১০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৯৮ জন, হবিগঞ্জে ১ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারের ৯১৯ জনে দাঁড়াল।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৩৫ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০১ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৩ হাজার ১০০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৯৮২ জন, সুনামগঞ্জের ১ হাজার ৬২ জন, হবিগঞ্জের ৫৬১ জন ও মৌলভীবাজার জেলার ৪৯৫ জন।
করোনা আক্রান্ত ১৯৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৪৯ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪২ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৯ জন ও মৌলভীবাজারে ২৬ জন।
এনসি/বিএ-২১