চ্যাম্পিয়নস লিগের ছাড়পত্র পেল ম্যান ইউ-চেলসি

খেলা ডেস্ক


জুলাই ২৭, ২০২০
০৩:২৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
০৩:২৮ পূর্বাহ্ন



চ্যাম্পিয়নস লিগের ছাড়পত্র পেল ম্যান ইউ-চেলসি

অবশেষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার ছাড়পত্র ম্যানচেস্টার ইউনাইটেড ওচেলসি। সমীকরণটা কঠিন ছিল উভয় দলের জন্যই। লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে হারলেই বিপদ হয়ে যেত ম্যানচেস্টারের। লেস্টার সিটি চলে যেত চ্যাম্পিয়নস লিগে। গত রাতে এমন ম্যাচে ২-০ গোলে জিতেছে রেড ডেভিলসরা। মৌসুমে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে থেকে শেষ করেছে তারা। নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগে খেলা।

আরেক ম্যাচে উলভহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। হারলে সমীকরণের ম্যারপ্যাচে শেষ চার থেকে ছিটকে পড়তো ব্লুজরা। কারণ গোল ব্যবধানে পিছিয়ে ছিল চেলসি। জয়ে ম্যানইউয়ের সমান ৬৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে চারে শেষ করেছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শীষ্যরা। চেলসি ম্যাচের দুই গোলই করেছে প্রথমার্ধের যোগ করা সময়ে। গোল দুটি করেন ম্যাসন মাউন্ট ও অলিভার জিরুদ। অন্যদিকে লেস্টার সিটির মাঠে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যাচের ৭১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ করেন প্রথম গোল। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে অপর গোলটি করেন লিনগার্ড। লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ও রানারআপ ম্যানচেস্টার সিটি আগেই চ্যাম্পিয়ন লিগে খেলা নিশ্চিত করে।

এএন/০১