জয় দিয়ে শেষটা রাঙাল চ্যাম্পিয়ন লিভারপুল

খেলা ডেস্ক


জুলাই ২৭, ২০২০
১০:৪০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
১০:৪০ পূর্বাহ্ন



জয় দিয়ে শেষটা রাঙাল চ্যাম্পিয়ন লিভারপুল

জয় দিয়ে প্রিমিয়ার লিগের শেষটা রাঙাল তিন দশক পর চ্যাম্পিয়ন হওয়া লিভারপুল। গতকাল রাবিবার প্রতিপক্ষের মাঠে ১-৩ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। এই জয়ে ৩৮ ম্যাচে ৩২ জয় ও ৩ ড্রয়ে ৯৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল দলটি। আক্ষেপ রইল পয়েন্টের সেঞ্চুরি করতে না পারার।

ম্যাচের ২৭ সেকেন্ড মাথায় ইংলিশ ফরোয়ার্ড ডোয়াইট গেইল গোলে ১-০ গোলে পিছিয়ে পড়ে লিভারপুল।  ৩৮তম মিনিটে ফন ডাইকের গোলে ম্যাচে ফেরে লিভারপুল। ৫৯ মিনিটে দলকে এগিয়ে নেন বেলজিয়ান ফরোয়ার্ড ওরিগি। কিছুক্ষণ পর একসঙ্গে বদলি নামেন সালাহ, মানে ও ফিরমিনো। ৮৯ মিনিটে দলের শেষ গোলটি করেন সাদিও মানে।

শেষ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। চ্যাম্পিয়ন লিভারপুলের পয়েন্ট ৯৯। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮১। সমান ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

এএন/০২