ব্রুইন নৈপুন্যে ম্যান সিটির গোল উৎসব

খেলা ডেস্ক


জুলাই ২৭, ২০২০
০৭:০২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
০৭:০২ পূর্বাহ্ন



ব্রুইন নৈপুন্যে ম্যান সিটির গোল উৎসব

প্রিমিয়ার লিগের ঘরের মাঠে নরিচকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেন্টার সিটি। এই জয়ে ৮১ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে গত দুইবারের চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন কেভিন ডে ব্রুইনে। একটি করে গোল করেন গাব্রিয়েল জেসুস, রাহিম স্টার্লিং ও রিয়াদ মাহরেজ।

জয় দিয়ে লিগ শেষ করেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে জেতা চ্যাম্পিয়ন লিভারপুলের পয়েন্ট ৯৯। আর ম্যানচেস্টার সিটি হয়েছে দ্বিতীয়। ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির পয়েন্টও সমান ৬৬, তবে গোল ব্যবধানে পিছিয়ে চার নম্বর তারা।

এদিকে, গোলে সহায়তা করে প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেন ডে ব্রুইনে। ২০০২-০৩ মৌসুমে আর্সেনালের হয়ে ২০টি অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছিলেন থিয়েরি অঁরি।

এএন/০৩