খেলা ডেস্ক
জুলাই ২৭, ২০২০
০১:১১ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২০
১০:৪৩ অপরাহ্ন
ইতালিয়ান শীর্ষ লিগ সিরি আ'র টানা নবম শিরোপা নিশ্চিত করেছে জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদো ও ফেদেরিকো বার্নারদেস্কির গোলে সাম্পদোরিয়াকে হারায় রোনলদোরা। এই জয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষার অবসান ঘটে। এর মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ ৫টি লিগের শিরোপা নিষ্পত্তি হয়।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ১-০ এগিয়ে যায় জুভেন্টাস। ম্যাচের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ফেদেরিকো বার্নারদেস্কি। এরপর থেকে টানা নবম শিরোপা জয়ের উৎসবে মাতোয়ারা মাউরিজিও সারির দল। আসরের প্রায় পুরোটা সময় শীর্ষস্থানে থাকা দলটি শেষদিকে অওনকটা তালগোল পাকিয়ে ফেলেছিল। লিগের আগের পাঁচ ম্যাচের মাত্র একটি জিতেছিল তারা। তাই শিরোপা ঘরে তোলার প্রতীক্ষার প্রহর ক্রমেই দীর্ঘ হচ্ছিল জুভেন্টাসের। যার অবসান হয় গত রাতে। এই জয়ে ৩৬ ম্যাচ শেষে জুভেন্টাসের অর্জন ৮৩ পয়েন্ট। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান।
এএন/০৪