রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতলেন জেমি ভার্ডি

ক্রীড়া প্রতিবেদক


জুলাই ২৭, ২০২০
১০:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
১০:৪৮ পূর্বাহ্ন



রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতলেন জেমি ভার্ডি

জেমি ভার্ডি প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন। মৌসুমের শেষ দিন গতকাল রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিস্টার সিটি হয়ে মাঠে নামেন। দল পরাজিত হলেও তিনি লিগে সর্বাধিক ২৩ গোল করে জিতে নেন গোল্ডেন বুট। ৩৩ বছরে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জেতার রেকর্ড গড়েন তিনি।

এর আগে ২০১০-১১ মৌসুমে ২৯ গোল করে ৩২ বছরে এই পুরস্কার জিতেছিলেন আইভেরিকোষ্টের দিদিয়ের দ্রগবা। ভার্ডি ইংল্যান্ড জাতীয় দল থেকে অবসর নিলেও প্রিমিয়িার লিগে খেলছেন। গত বছর এই পুরস্কার জিতেছিলেন তিনজন। লিভারপুলের মোহাম্মদ সালাহ ও সাদিও মানে জুটি এবং আউবামেয়াং। তারা প্রত্যেকে ২২টি করে গোল করেছিলেন।

পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের দুর্ভাগ্য যে এবারও ২২ গোল করে তিনি ১টি গোলের জন্য গোল্ডেন বুটে ভাগ বসাতে পারেননি। ড্যানি ইংসও ২২ গোল কেরন। এছাড়াও লিগের শীর্ষ গোলদাতাদের মধ্যে আছে রহিম স্টার্লিং ২০, মোহাম্মদ সালাহ ১৯, হ্যারি কেন ১৮। ১৭টি করে গোল করেন সাদিও মানে, রাউল জিমেনেজ, মার্কাস র্যাসর্ফোর্ড ও অ্যান্থনি মার্শাল।

এএন/০৬