দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৮, ২০২০
১২:৫৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২০
১২:৫৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরে উথারিয়া মহাসিং নদী থেকে ড্রেজার দিয়ে ভিট বালু উত্তোলনের প্রতিবাদে আস্তামা-আসামপুর গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা পয়েন্টেস্থ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর আস্তামা-আসামপুর গ্রামবাসীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার আস্তমা গ্রামের কৃষক নেতা আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মাসুক আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন জাকির, উপজেলা আওয়ামী লীগ নেতা এনামুল কবির, সাবেক ইউপি সদস্য সাহেব আলী, আওয়ামী লীগ নেতা বিল্লাল আহমদ, উপজেলা যুবলীগ নেতা হাসান মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিল্লুর রহমান জয়, ইউপি সদস্য হাবিবুর রহমান, সমাজসেবক হুমায়ুন কবির, যুবদল নেতা আঙ্গুর মিয়া, ছাত্রদল নেতা কাওছার আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, আস্তমা গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আমান আলী, রশিদ আলী, আরজক আলী, তাজ নুর, আইয়ূব আলী, মাসুদ মিয়া, মাসুক মিয়া, তারা মিয়া, আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ নেতা জিল্লুল হক জিলু প্রমুখ।
এসটি/আরআর-০৮