মাধবপুরে ৪৩ চোরাকারবারির আত্মসমর্পণ

মাধবপুর প্রতিনিধি


জুলাই ২৭, ২০২০
০২:১৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
০২:১৮ অপরাহ্ন



মাধবপুরে ৪৩ চোরাকারবারির আত্মসমর্পণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রায় অর্ধশত চোরাকারবারি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে আত্মসমর্পণ করেছেন। 

আজ সোমবার (২৭ জুলাই) ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরীর কাছে আত্মসমর্পণ করে অবৈধ কাজ ছেড়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেছেন তারা। উপজেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর, মনতলা, হরিনখোলা, কমলপুরসহ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকসহ বিভিন্ন পণ্য ভারত থেকে অবৈধ পথে দেশের অভ্যন্তরে পাচারে জড়িত ছিলেন, এমন ৪৩ জন এক সঙ্গে আত্মসমর্পণ করেন।

জানা গেছে, সম্প্রতি হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামিউন্নবী চৌধুরী সীমান্তে অপরাধ ও মাদকপাচার রোধে এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে সভা, সমাবেশ ও মতবিনিময় করেন। এসব সভা, সমাবেশ ও মতবিনিময় থেকে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের এসব ছেড়ে ভালো পথে ফিরে আসতে বলা হয়। যদি কেউ চোরাচালানির সঙ্গে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন  বিজিবি অধিনায়ক। এর প্রেক্ষিতে চোরাচালানে জড়িত ৪৩ জন স্বেচ্ছায় তাদের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর অবৈধ ব্যবসায় জড়িত হবেন না মর্মে সোমবার দুপুরে ৫৫ বিজিবির অধিনায়কের হবিগঞ্জ কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের সততার সঙ্গে জীবনযাপনের পরামর্শ দেন লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাছির উদ্দিন চৌধুরী।

 

এসএম/আরআর-১৩