দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৮, ২০২০
০৬:৪৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২০
০৮:০৬ পূর্বাহ্ন



দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

দোকানপাট ও বিপণীবিতান আজ মঙ্গলবার থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এমন অনুমতি দেওয়া হয়েছে বলে বাংলাদেশ দোকান মালিক সমিতি সূত্রে জানা গেছে।

সোমবার রাতে সমিতির একটি সূত্র জানিয়েছে, ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার সময় বাড়ানোর আবেদন করেছিলেন তারা। এর পরিপ্রেক্ষিতে ঈদের আগে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তবে ঈদের পর নতুন নির্দেশনা না আসলে আগের মতো ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই রয়েছে।

এর আগে গত ৩০ জুন দোকানপাট খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়িয়ে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।

আরসি-০১