ঘনিয়ে আসছে ঈদ, জমে উঠেছে গরুর বাজার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৭, ২০২০
০৮:২১ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
০৮:২৬ অপরাহ্ন



ঘনিয়ে আসছে ঈদ, জমে উঠেছে গরুর বাজার

শায়েস্তাগঞ্জ উপজেলার সবচেয়ে বড় কেশবপুর গরুর বাজার। কোরবানির জন্য পছন্দের গরু কিনতে কর্মব্যস্ত এলাকাবাসী যেমন গরুর বাজারে ভিড় করেছেন তেমনি ব্যাপারীরাও শেষ মুহূর্তে কম লাভে বিক্রি করে দিচ্ছেন গরু।

সােমবার ( ২৭ জুলাই ) সন্ধ্যায় কেশবপুর গরুর বাজার ঘুরে কোরবানির পশু কেনাবেচার এ চিত্র দেখা গেছে।

ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুতে বিক্রি তেমন ভালাে না হলেও সােমবার গরু বিক্রি ভাল হয়েছে। সবচেয়ে বেশি গরু বিক্রি হয়েছে বলে জানান ইজারাদারও । 

উচাইল এলাকা থেকে গরুর বাজারে কোরবানির গরু কিনতে এসেছেন রহিম মিয়া । তিনি  বলেন, কোরবানী ঈদের গরু কিনতে এসেছি । মাঝারি গরুর চাহিদা একটু বেশি থাকায় ব্যাপারীরা বাড়তি দাম দাবি করছিলেন। তবে শেষ মুহূর্তে প্রত্যাশিত দামেই পছন্দের গরু কিনতে পেরেছি। 

এদিকে সবচেয়ে বড় গরুটি নিয়ে আসেন লাখাই উপজেলার করাব গ্রামের আল আমিন । দেড় লাখ টাকায় গরুটি বিক্রির চাহিদা থাকলেও শেষমেষ ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেন। এটাই ছিল এ বাজরের সর্বোচ্চ দামে বিক্রিত গরু। গরুটি কিনে নেন শৈলজুড়া গ্রামের জিসান চৌধুরী ও সিফাত চৌধুরী। গরুটি দেখতেও ছিল উপচে পড়া ভীড় । কেশবপুর বাজারের ইজারাদার সংশ্লিষ্ট একজন জানান, মাঠ ছােট হওয়ায় অনেক ব্যাপারী সড়কে দাঁড়িয়ে গরু বিক্রি করছেন। সব মিলিয়ে ভালাে বেচাকেনা হচ্ছে এখানে। 

এসএইচআরডি/বিএ-০৬