শায়েস্তাগঞ্জে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৮, ২০২০
০৫:৪৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২০
০৫:৪৫ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ব্যতিক্রমী আয়োজনে শায়েস্তাগঞ্জে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

জাতির পিততা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, সজিব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিন এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা উপলক্ষ্যে সোমবার বিকেল ৪টায় শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মো, শাহেদুল ইসলাম শাহেদের সভাপতিত্বে ও যুগ্ন  আহব্বায়ক মো, তোফাজ্জল হোসেন অপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং শায়েস্তাগঞ্জ উপজেলার  চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। 

বৃক্ষরোপণ ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য

আফজালুল হক শাওন, শাহাবুদ্দিন সুজন, দেলোয়ার হোসেন, সোহাগ মিয়া, মহিবুর রহমান লিটন, মহি উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক সাইদুর রহমান জীবন, যুগ্ন আহব্বায়ক নাজমুল হুদা তৌহিদ, সদাস্য মো. পারভেজ মিয়া, নাজমুল আহমেদ, তাজ উদ্দিন পলাশ, জনি দেব, লিমন তালুকদার, আজমান শাহ, সুমন দেব, আতাউল গনি, ইদ্রিস মিয়া, সাহুল মিয়া, রুবেল মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক সাইফুল ইসলাম জসিম, যুগ্ন আহব্বায়ক মো. রুহেল মিয়া, মো. আলমগীর মিয়া, মো. শফিক মিয়া, আকাঈদ রুবেল, এস এম আল-আমিন, এক্তার মিয়া, মো. জালাল আহমদ, জুনাইদ মিয়া, ব্রাহ্মনডোরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক জাকারিয়া আহমেদ,  যুগ্ন আহব্বায়ক মাসুক তালুকদার, সদস্য তোফায়েল, সাব্বির, স্বপন, জিলু, সুয়াল, আলম।এছাড়া আরও উপস্থিত ছিলেন, মহসিন পাশা ইদু, দেলোয়ার হোসেন জন্টু, মিঠু, রকিব, মাহফুজ প্রমুখ।

মিলাদ মাহফিল শেষে শায়েস্তাগঞ্জের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে।

এসএইচডি/বিএ-০৭