দিরাইয়ে সাবেক মেয়র বুলবুলের খাদ্যসামগ্রী বিতরণ

দিরাই প্রতিনিধি


জুলাই ২৮, ২০২০
১১:২৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২০
১১:২৭ অপরাহ্ন



দিরাইয়ে সাবেক মেয়র বুলবুলের খাদ্যসামগ্রী বিতরণ

সুনামগঞ্জের দিরাইয়ে তিন শতাধিক বানভাসি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দিরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় হাজি মাহমুদ মিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ। 

পৌর সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, পৌর কাউন্সিলর সবুজ মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা যুবলীগ নেতা ফাররুক সরদার, লালন মিয়া, কলিম উদ্দিন, কামরুজ্জামান, শফিক মিয়া, দেবাশীষ রায় রিংকু, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমদ, সহ-সভাপতি রাহাত মিয়া রাহাত, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, শ্রমিকলীগ নেতা কপিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, আফজল মিয়া, রাজীব রায়, মির্জা ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা সজীবনুর ও রায়হান হোসেন।

 

এএইচ/আরআর-০৩