শায়েস্তাগঞ্জে ৭ কেজি গাঁজাসহ একজন আটক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৮, ২০২০
১২:৩৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২০
১২:৩৪ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে ৭ কেজি গাঁজাসহ একজন আটক

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে প্রাইভেটকার ও এর চালককে ৭ কেজি গাঁজাসহ আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব হাসান।

তিনি জানান, রাত প্রায় ৯টায় ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-২০৭৫) বেপরোয়া গতিতে চালিয়ে নতুন ব্রিজে এসে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিকল হয়ে যায়। পুলিশের সন্দেহ হলে কারটি তল্লাশি করে ৭ কেজি গাঁজা পাওয়া যায়। তাৎক্ষণিক আটক করা হয় এর চালক সিলেটের দক্ষিণ সুরমার চকরাইপুর গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনকে (৪০)। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

আটকের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, সার্জেন্ট মাহাবুব হাসানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারে থাকা গাঁজাসহ চালককে আটক করেছে। ঈদকে সামনে রেখে হাইওয়ে পুলিশ সহাসড়কে কড়া নজর রাখছে।

 

এসডি/আরআর-০৪