শায়েস্তাগঞ্জের হাটে 'বুলেট', দাম ৪ লাখ টাকা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৮, ২০২০
০১:৩১ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২০
০১:৩১ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জের হাটে 'বুলেট', দাম ৪ লাখ টাকা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কোরবানির ঈদে বিক্রির জন্য একটি ষাঁড়ের দাম হাঁকা হয়েছে চার লাখ টাকা। শখের এই ষাঁড়টির নামকরণ করা হয়েছে 'বুলেট'। 

শায়েস্তাগঞ্জের নসরতপুরের ব্রাদারস এগ্রো খামারে বেড়ে উঠেছে ষাঁড়টি। খামারের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল মুসাব্বির হাম্মাদ জানান, প্রায় তিন বছর ধরে নিবিড় পর্যবেক্ষণে ষাঁড়টিকে লালন-পালন করেছেন তিনি।

'বুলেট' নামকরণের কারণ জানতে চাইলে তিনি জানান, ষাঁড়টি অনেকটাই বুলেট আকৃতির গতি নিয়ে চলাচল করতে পছন্দ করে। এটি বেশ রাগী। সেজন্য তিনি 'বুলেট' নাম দিয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, 'বুলেট' নামের এই ষাঁড়ের ওজন প্রায় ৮৫০ কেজি। ষাঁড়টিকে এতদিন হাটে তোলা হয়নি। একজন ব্যাপারী ৩ লাখ টাকা দামে কিনতে চাইলেও ষাঁড়টি এখনও বিক্রি করা হয়নি। আজ মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জের গরুর হাটে তিন নম্বর লাইনের সুলতান কাতারে ষাঁড়টিকে বিক্রির উদ্দেশে তোলা হয়েছে।

ষাঁড়টির মালিক হাম্মাদ জানান, ৪ লাখ টাকা পেলে তিনি ষাঁড়টি বিক্রি করে দেবেন। গত তিন বছরে ষাঁড়টির পেছনে তার খরচ হয়েছে প্রায় পৌনে তিন লাখ টাকা।

হাম্মাদ মিয়া আরও জানান, এই করোনাকালে সাম্প্রতিক বন্যার কারণে ষাঁড়টিকে ঘাস খাওয়াতে পারছেন না। কেবলমাত্র খড়, খৈল, ভূষি খাওয়াচ্ছেন। সেজন্য ষাড়টি অনেকটা শুকিয়ে গেছে। মূলত এ কারণেই তিনি একে বিক্রি করে দেওয়ার চিন্তা করছেন। ষাঁড়টিকে সম্পূর্ণ প্রাকৃতিক দেশীয় খাবার, খৈল, ভূষিসহ ঘাস খাইয়ে পালন করেছেন। বুলেটকে দেখার জন্য বেশ আগ্রহ রয়েছে ক্রেতা-বিক্রেতাসহ উৎসুক জনতার মধ্যে।

বুলেটের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল মুসাব্বির হাম্মাদ আশা করছেন এবারের ঈদে বুলেটকে বিক্রি করে লাভবান হবেন তিনি।

 

এসডি/আরআর-০৮