নবীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৮, ২০২০
০৭:২৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২০
০৭:৩৪ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার কানাইপুর প্রাথমিক বিদ্যালয় ও গয়াহরি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত ১০টি পরিবারের মধ্যে সরকারী ত্রান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল মানুষের বসত ঘরে বন্যার পানি প্রবেশ করায় পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ওই গ্রামের ৪টি পরিবার ও গয়াহরি ভুমিহীন পাড়ায় ৬ টি পরিবার বর্তমানে কর্মহীন হয়ে পড়ার বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালকে অবহিত করলে তাৎক্ষনিকভাবে তিনি রাতেই সরেজমিন গিয়ে বন্যায় কবলিত ওই পরিবারগুলোর মধ্যে সরকারী ত্রানের প্যাকেট পৌঁছে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী খায়রুল আমিন, উপজেলা সৎসঙ্গের সহসভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন, পৌর কাউন্সিলর প্রানেশ দেব, বিধান চন্দ্র দেব প্রমুখ।
এছাড়া মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে কুর্শি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত ১৫ টি পরিবার ও সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন নবীগঞ্জ সদর ইউনিয়নের আলীপুর মুরাদপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত ৫ টি পরিবারের মধ্যে সরকারী ত্রানসামগ্রী পৌঁছে দেন।
এএম/বিএ-০৭