রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৯, ২০২০
০৬:২৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২০
০৬:২৮ অপরাহ্ন



রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫

রাজধানীর মিরপুর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণে পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত পুলিশ পরিদর্শক ইমরান (৪৮), পিএসআই অঙ্কুশ (২৮), এসআই সজীব (৩০), পিএসআই রুমির (২৮)। এছাড়া রিয়াজ (২৮) নামের একজন সিভিলিয়ান আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলছেন, গোপন সূত্রের খবরে মঙ্গলবার ৩ জন ভাড়াটিয়া খুনিকে গ্রেপ্তার করেছিল পল্লবী থানার পুলিশ। তাদের কাছ থেকে দুইটি পিস্তল আর জিনিসপত্র উদ্ধার করা হয়, তার মধ্যে ওয়েট মেশিনের (ওজন পরিমাপ করার যন্ত্র) মতো দেখতে একটি বস্তু ছিল। আজ সকাল ৭টার দিকে সেই ওয়েট মেশিনের মতো বস্তুটির বিস্ফোরণ ঘটলে ৪ জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হয়।

কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেটা নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

আরসি-০২