সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৯, ২০২০
০৮:১৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৯, ২০২০
০৮:১৩ অপরাহ্ন
রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত রিয়াজের বাম হাতের ক্ষতবিক্ষত কবজি কেটে ফেলেছেন চিকিৎসকরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় কবজি কেটে ফেলতে হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
ডা. আলাউদ্দিন জানান, পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত পাঁচজন হাসপাতালে আনা হয়। তাঁদের দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা রুমি ও সিভিল রিয়াজকে ভর্তি রাখা হয়েছে। রিয়াজের বাম হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এছাড়া তার ডান হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিও রাখা যায়নি। তার পেটে বড় ধরনের ইনজুরি আছে। আর পুলিশ কর্মকর্তা রুমির পা ও হাতে জখম রয়েছে। তারা সবাই স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন বলে জানান তিনি।
আজ বুধবার (২৯ জুলাই) ভোরে রাজধানীর পল্লবী থানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।
আরসি-০৮