দিরাইয়ে অবৈধ বন্দুকসহ দুজন গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি


জুলাই ২৯, ২০২০
১০:৩০ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২০
১০:৩০ অপরাহ্ন



দিরাইয়ে অবৈধ বন্দুকসহ দুজন গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইয়ে থানা পুলিশ অভিযানে অবৈধ একনালা বন্দুকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে দিরাই থানা পুলিশ উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে অভিযান চালিয়ে একটি অবৈধ বন্দুকসহ তাকে ও একই গ্রামের জমিল মিয়াকে গ্রেপ্তার করে। দিরাই থানার এসআই জিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আজ বুধবার (২৯ জুলাই) আ  দালতে হাজির করা হলে আদালত তাদেরকে  সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুজনসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মনু মিয়া ও জাহির আলীর লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে বড় কোনো ধরণের সংঘাতের উদ্দেশ্য অস্ত্র সংগ্রহ করা হয়েছে। তাদেরকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এএইচ/আরসি-১০