দিরাই প্রতিনিধি
জুলাই ২৯, ২০২০
১০:৩০ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৯, ২০২০
১০:৩০ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে থানা পুলিশ অভিযানে অবৈধ একনালা বন্দুকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে দিরাই থানা পুলিশ উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে অভিযান চালিয়ে একটি অবৈধ বন্দুকসহ তাকে ও একই গ্রামের জমিল মিয়াকে গ্রেপ্তার করে। দিরাই থানার এসআই জিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আজ বুধবার (২৯ জুলাই) আ দালতে হাজির করা হলে আদালত তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুজনসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মনু মিয়া ও জাহির আলীর লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে বড় কোনো ধরণের সংঘাতের উদ্দেশ্য অস্ত্র সংগ্রহ করা হয়েছে। তাদেরকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এএইচ/আরসি-১০