শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৯, ২০২০
১০:৪৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৯, ২০২০
১০:৫২ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জনসাধারণকে মাস্ক পড়তে উৎসাহ দিতে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়েছে। এসময় শতাধিক গাড়িতে মাস্ক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রায় ২ হাজার গাড়িতে এ স্টিকার লাগানো হবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।
আজ বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও শায়েস্তাগঞ্জ উপজেলা ট্রাফিক জোনের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলওয়ে পার্কিংয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ট্রাফিক জোনের ইনচার্জ সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, আওয়ামী লীগ নেতা ওসমান আলী মিনু, সাংবাদিক মো. জমির আলী, সাংবাদিক মোতাব্বির হোসেন কাজল, ট্রাফিক জোনের পুলিশ আমিনুল ইসলাম প্রমুখ।
এসডি/আরসি-১১