নবীগঞ্জ প্রতিনিধি
জুলাই ৩০, ২০২০
০৩:১৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২০
০৩:১৭ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামের জাহির মিয়া হত্যা মামলার পলাতক তিন আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানার পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) নবীগঞ্জ বাউসা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিন আসামি হলেন- মৃত করম আলীর পুত্র মো. ছোবান মিয়া (৩৮), মৃত জবেদ আলীর পুত্র মো. হামিদ মিয়া (২৪) ও মৃত মিঠাই মিয়ার পুত্র মো. জনাব আলী (৩২)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
এএম/আরআর-০৭