শাবির ল্যাবে ৫০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ৩০, ২০২০
০৩:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২০
০৩:৪৮ পূর্বাহ্ন



শাবির ল্যাবে ৫০ জনের করোনা শনাক্ত

সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৫০ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ বুধবার (২৯ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, সুনামগঞ্জের ২৪ এবং হবিগঞ্জ জেলার ১৩ জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৬৬৪ জন। নতুন ৫০ জন নিয়ে আক্রান্ত এখন ৭ হাজার ৭১৪ জন। এদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ১৩২ জনে। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪৬৮ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ১৫১ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯৬৩ জন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০৪ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১২ জন মারা গেছেন।

আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৩ হাজার ২৮৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৮ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯৮ জন, হবিগঞ্জে ৬২৭ এবং মৌলভীবাজার জেলায় ৫৩১ জন।

করোনা আক্রান্ত ১৮৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮১ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজারে ২৫ জন।

এনএইচ/আরসি-১৫